অপু বিশ্বাস” দেখুন বিস্তারিত –সম্প্রতি “পরকীয়ায় আটক প্রিয় নায়িকা অপু বিশ্বাস” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে একাধিক অনলাইন পোর্টাল থেকে। ৩১ মে ২০১৭ বিবিসি বাংলা থেকে প্রকাশিত একটি সংবাদ হুবহু কপি করে ভুল শিরোনামে প্রচার করা হচ্ছে এই খবরগুলোতে। খবরে ব্যবহৃত ছবিটিও বিকৃত। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া খবরগুলোর বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখ যায়, ৩১ মে ২০১৭ বিবিসি বাংলা থেকে প্রকাশিত একটি সংবাদ হুবহু কপি করে ভুল শিরোনামে প্রচার করা হচ্ছে এই খবরগুলোতে। “নায়িকা মা হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে কেন: অপু বিশ্বাসের প্রশ্ন” শিরোনামে বিবিসি বাংলার খবরটি দেখুন এখানে।মূলত, বিবিসি বাংলাকে দেয়া এল সাক্ষাৎকারে সংবাদদাতা আহ্রার হোসেনকে অপু বিশ্বাস বলেন, “আমি যে বিয়ের পরে আট বছর কাজ করেছি, কেউ বুঝতে পেরেছে? আমি মনে করি, মা বা বিয়ে হওয়া, এটা কোন ম্যাটার না কোন নায়িকার জন্য। কারণ নায়িকারা অনেক মেইনটেইন করতে জানে।” ভাইরাল খবরটিতে ব্যবহৃত ছবিতে দুই দিকে দুইজন পুলিশ এবং পেছনে একটি ব্যানারে “সাতকানিয়া থানা” লেখাটি দেখা যাচ্ছে। সাতকানিয়া মূলত চট্টগ্রাম জেলার একটি উপজেলা। হুবহু একই ব্যানারটি পাওয়া গেছে সাতকানিয়া থানা সংক্রান্ত বিভিন্ন সংবাদে। এমন কিছু সংবাদ দেখুন এখানে এবং এখানেউল্লেখ্য যে, অপু বিশ্বাস কোনো অভিযোগে পুলিশ দ্বারা গ্রেফতার হয়েছেন এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। অর্থাৎ অভিনেত্রী অপু বিশ্বাসের ছবিটি ফটোশপের মাধ্যমে সাতকানিয়া থানা লেখা যুক্ত ব্যানারের ছবিটিতে দুইজন পুলিশের মাঝখানে যুক্ত করা হয়েছে।।
Leave a Reply