মে’য়েরা মি’লনের চে’য়েও যে কা’জগুলো বে’শি প’ছন্দ ক’রে

প্রেম ভালোবাসার গুরুত্বপূর্ণ
অংশ হল যৌবন চাহিদা, একে অপরকে কাছে পাওয়া, একজন আরেকজনকে জানা। এই সবকিছু মিলিয়ে একটা সুন্দর ভালোবাসা বা প্রেমের বন্ধনে আবদ্ধ হয় স্বামী আর স্ত্রী। তবে যৌবন চাহিদা ছাড়াও মেয়েদের কিছু আকর্ষণীয় রোমান্স আছে যেগুলো প্রায় সব মেয়েরা খুব বেশি পছন্দ করে। ১) মেয়েরা যখন চাহিদার পাশাপাশি চুম্বনকে খুব বেশি পছন্দ করে, তবে এই চুম্বন হতে আলতো করে অনেক আদরে, অনেক আদরের চুম্বন মেয়েরা খুব বেশি পছন্দ করে। ২) স্পর্শ করা, মেয়েদের আকর্ষণীয় স্থান গুলোতে আলতোভাবে স্পর্শ করলে মেয়েদের শরীর শিউরে ওঠে, এতে করে মেয়েরা অনেক ফিলিংস পায়। ৩) অনেক টাইম ধরে আলিঙ্গন করা, মেয়েরা যাকে সারা জীবন কাছে পেতে চাই যার কাছে সারা জীবন থাকতে চাই তার সাথে অনেক টাইম ধরে আলিঙ্গন করতে তারা বেশি ভালোবাসে। তারা চায় সারা জীবন এই ভাবে তাদের পাশে থাকুক তার প্রিয় মানুষটি। ৪) মিলন কার্য শেষে মেয়েদেরকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে সারারাত ঘুমানো এটাও মেয়েরা অনেক বেশি পছন্দ করে। ৫) গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেয়েদেরকে অনেক বেশি প্রশংসা করা, মেয়েরা অন্যের প্রশংসায় প্রশংসিত হওয়ার ইচ্ছা করে। ৬) পাশাপাশি হাত ধরে অনেকটা পথ হেঁটে চলা, প্রতিটা মেয়ে চাই তার পছন্দের মানুষ বা প্রিয় মানুষটি তার পাশাপাশি থেকে সারাটা জীবন যেন পথ চলে। এটা প্রতিটা মেয়ের কামনা। এসকল কাজগুলো মেয়েরা মিলন কার্যের থেকেও বেশি পছন্দ করে, তাই সকল পুরুষদের উচিত মিলন কাজের পাশাপাশি এগুলো করা। Articles You May Like

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *