সারারাত ঘুম হয়নি। নতুন বিয়ে হয়েছে।
বিয়েটা পরিবার থেকেই হয়েছে।দেড় মাস হলো বিয়ে হয়েছে আর সেদিন থেকেই ঘুমাতে পারিনা। অথচ এই বিয়ে নিয়ে কত্ত স্বপ্ন দেখতাম!! ছিমছাম, সুঠাম দে`হের হ্যান্ডসাম রা`জপুত্রের মতো দেখতে একটা ছেলের সাথে আমার বিয়ে হবে। কত রো`মান্টিক কথা বলবে, একসাথে কত্ত ম`ধুর স্মৃতি, কত্ত জায়গায় ঘুরতে নিয়ে যাবে!! তার সাথে রাত জাগারও প্ল্যান ছিল। কিন্তু সেই রাত জাগা আর এখনকার রাত জাগার মধ্যে অনেক তফাৎ। ইচ্ছে ছিল আমরা একসাথে রাতের বেলা বেলকনিতে বসে কফি খাবো আর জোৎস্না দেখবো, কোন কোন দিন রাতে ছাদে শুয়ে শুয়ে চাঁদের আলো গায়ে মাখবো, হয়তোবা কখনো কখনো তারা গুনবো। একটা সিনেমা সিনেমা ফিলিংস থাকবে।।কিন্তু কি পেলাম আমি?? পেলাম তো এক ভু`ড়িওয়ালা কালো চা`মড়ার `বি`রক্তিকর লোককে, যে সারারাত নাক ডেকে ডেকে ঘুমোয়। ঘুমের ঘোরে সে অ`নবরত হাত পা ছুঁ`ড়তে থাকে। আমাকে সে মাঝে মাঝে এমন ভাবে কোলবালিস বানিয়ে ঘুমোয় যে আমার নিঃ`শ্বাস আ`টকে যেতে চায়।।।আর আ`মাকে জেগে থাকতে হয়। প্রথম প্রথম খুব মেজাজ খা`রাপ হতো, রা`গ লাগতো নিজের ভা`গ্যের উপর। কিন্তু এখন আর একটুও খা`রাপ লাগেনা। দিন যাচ্ছে আর মনে হচ্ছে এই বিষয়টা আমি ই`নজয় করছি। দি`নকে দিন আমার ধারণা, ভালো লাগা- খা`রাপ লাগার ধরণ চে`ঞ্জ হয়ে যাচ্ছে। আমার বরের নাম সোহানুর রহমান। আমি এখনও `সা`মনাসামনি নাম ধরে ডেকে উঠতে পারিনি। ২০-২১ বছরের একটা মেয়ের পক্ষে ৩২-৩৩ বছরের একটা ভু`ড়িওয়ালা লোকের নাম ধরে ডাকা কি সম্ভব?? আমি সো`হানকে এখনো আ`পনি করেই ডাকি।। তুমি বলতে অ`স্বস্তি লাগে।। সোহান একটা প্রাইভেট জব করে। সোহানকে স্পে`শালি আমার বাবার খুব পছন্দ। বাবার পছন্দের কারণেই আমার বিয়েটা করা। বয়সের এত্ত গ্যা`প থাকার কারণে এবং প্রথম `অবস্থায় সোহানকে পছন্দ না হওয়াতে আমি অনেক আ`পত্তি করেছিলাম বিয়েতে। কিন্তু ওই যে ক`পালের লিখন না যায় খ`ন্ডন। বিয়েটা হয়েই গেলো। সোহান অফিস যাওয়ার পর শুয়ে থাকতে থাকতে ঘু`মিয়ে গিয়েছিলাম। এমন সময়ে দ`রজায় কলিং বেল বাজলো ২ বার। চোখ খুলে দেখলাম ১১.২৫ বাজে। এই সময় আবার কে আসবে ভাবতে ভাবতে গেট খুলে দেখি সোহান।
Leave a Reply