কন্যা সন্তানের মা হলেন পূজা চেরি,,, সকলের সামনে প্রকাশ করলেন কন্যা সন্তানের বাবার নাম..!!

আর পথ নেই। বাধ্য হয়েই

সামাজিকতা রক্ষা এবং সন্তানের স্বীকৃতি পাওয়ার জন্য হলেও তাকে তা করতে হবে। এক্ষেত্রে ঐ নায়ক তাকে ডিভোর্স দিলেও অন্তত সন্তানের বাবা কে তার স্বীকৃতি পাওয়া যাবে। এতে অপু বিশ্বাসের মতো ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বুবলি কিছুদিন পর এ ঘটনা খুলে বলবেন বলে বললেও শেষ পর্যন্ত ঐ নায়কের চাপের মুখে তা বলতে পারবেন কিনা, তাও এখন বড় প্রশ্ন হয়ে রয়েছে।এদিকে, বুবলি কেন হঠাৎ করে ‘বেবি বাম্পে’র ছবি প্রকাশ করলেন? এ ব্যাপারে তার ঘনিষ্ট এক প্রযোজক ও পরিচালক চমকপ্রদ তথ্য জানান। তিনি পুরো ঘটনার বিবরণ দিয়ে বলেন, বুবলি ‘বেবি বাম্পে’র যে ছবি ফেসবুকে পোস্ট করেছেন, তা তিন বছর আগের। তিনি যখন ‘বীর’ নামে একটি সিনেমার শুটিং করছিলেন, তখনই প্রেগনেন্ট ছিলেন। সেই অবস্থায়ই তিনি সিনেমাটির একটি গানে শুটিং করছিলেন। তিনি বলেন, বুবলি সিনেমার শুটিং শেষ করে চর-পাঁচ দিন পর আমেরিকা চলে যান সন্তান জন্ম দিতে। পুরো বিষয়টি দেশে থেকে দেখাশোনা করেন ঐ নায়ক। বুবলিকে তিনি প্রায় ১৫ হাজার ডলার পাঠিয়েছিলেন এবং আমেরিকায় তাকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন হিমেল আশরাফ নামে প্রবাসী এক নির্মাতাকে। বুবলি যুক্তরাষ্ট্রে প্রায় দুই-তিন মাস অবস্থান করে পুত্র সন্তানের জন্ম দেন। তার আগে ধারণা করা হয়েছিল তার মেয়ে হবে। বুবলি সন্তান জন্ম দিয়ে দেশে ফিরে আসেন। ঐ নায়ক তখন তাকে সংসার খরচ বাবদ মাসে এক-দুই লাখ টাকা দিতেন। তবে কিছুদিন না যেতেই নায়ক সংসার খরচ দেয়া বন্ধ করে দেন। এতে বুবলি চরম দুরবস্থার মধ্যে পড়েন। মানসিক টানাপড়েন এবং সন্তানের ভবিষ্যত নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। প্রযোজক জানান, এর মধ্যেই বুবলি জানতে পারেন, নতুন নায়িকা পূজা চেরির সাথে ঐ নায়কের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। পূজা ঐ নায়কের বাসায় থাকতে শুরু করেন এবং থাকছেন। কয়েকদিন আগে বুবলি নায়কের বাসায় গিয়ে পূজা চেরিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর থেকেই বুবলি সিদ্ধান্ত নেন, ঐ নায়কের সাথে বিয়ে এবং সন্তানের কথা প্রকাশ্যে আনবেন। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিন বছর আগে আমেরিকায় তোলা ‘বেবি বাম্পে’র ছবি ফেসবুকে পোস্ট করেছেন। বুবলি এবং ঐ নায়কের ঘনিষ্ট প্রযোজককে এ প্রতিবেদক প্রশ্ন করেন, তাদের বিয়ে হয়েছিল কবে? এর জবাবে তিনি বলেন, ২০১৯ সালের মে-এপ্রিলের দিকে যখন মালেক আফসারির ‘পাসওয়ার্ড’ সিনেমার শুটিং চলছিল। বুবলির উত্তরার বাসায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়। সম্ভবত উত্তরাস্থ কোনো একটি কাজী অফিসের অধীনে বিয়ে হয়। বুবলির ছেলের নাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নাম সঠিক মনে


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *