পা’কিস্তানি যু’বতীর হ’ট বে’লি ডা’ন্সের ভি’ডিও ফে’সবুকে ভা’ইরাল, (ভিডিও)

বিভিন্ন দেশের বেলি ডান্স আছে,
ডান্স গুলো দেখতে অনেক সুন্দর লাগে, এমন একটি পাকিস্তানি মেয়ের হট নাচের ভিডিও ভা’ইরাল, পরবর্তীতে ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়, এবং তার সাথে সাথে ভা’ইরাল হয়ে যায়। আরোও পড়ুন..’জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মমতাজের হ্যাট্রিক’ বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী, সংসদ স’দস্য মমতাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করেছেন। ২০১৪ সালে

মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহা প্রয়াণ’ , ২০১৭ সালে হাছিবুর রেজা ক’ল্লোলের ‘সত্ত্বা’ এবং সদ্য ঘোষিত ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মাসুদ পথিকেরই ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় গান গাওয়ার জন্য শ্রেষ্ঠ গা’য়িহা হিসেবে পু’রস্কৃত হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যা’ট্রিক করায় ভীষণ আনন্দিত, উচ্ছসিত মমতাজ। মমতাজ বলেন,‘ আমার গাওয়া গান শ্রোতা দর্শকের ভা’লোলাগে এটাই আমার প্রথম ভা’লোলাগা, প্রথম পুরস্কার। কারণ আমি মনে করি দর্শক শ্রোতার ভা’লোলাগার মাঝেই আমি বেঁচে থাকবো, আমার গান গাওয়ার অ’নুপ্রেরণা থাকবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যা’ট্রিক করে সত্যিই আমি ভীষণ আ’বেগাপ্লুত। এই পুরস্কার আমাকে বারবার একটি বি’ষয়েই আরো স’চেতন করে তুলছে, আর তা হলো গান বেশি বেশি গাওয়ার চেয়ে বেছে বেছে কম গান গাওয়াই ভালো। যেমন কিছুদিন আগে মীর সাব্বিরের রাত জাগা ফুল সি’নেমায় গান গেয়েছি। এই বছরে এই সিনেমাতেই শুধু গান গেয়েছি।” মমতাজ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বো’র্ডের স’ম্মানিত সদস্যদের। সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা জানান মাসুদ পথিককে। কারণ তার সি’নেমাতেই গান গেয়ে আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। আবার তার সিনেমাতেই গান গেয়ে হ্যা’ট্রিক করেছেন। সুর সাধক মমতাজ বলেন, সিনেমা নির্মাণে মাসুদ পথিকের ভাবনা তাকে দা’রুণভাবে আ’ন্দোলিত করে। কারণ তার সিনেমায় আমাদের গ্রাম বাংলার হা’রিয়ে যাওয়া ঐতিহ্য আমরা দেখতে পাই। ভীষণ মেধাবী এই প’রিচালকের কাছে আগামী দিনেও আরো ভালো কিছু আশা করেন তিনি। পরিশেষে মহান আল্লাহর কাছে শু’করিয়া জানান। কৃ’তজ্ঞতা প্রকাশ করেন বাবা-মায়ের প্রতি, যারা তাকে সুন্দর এই পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন।’ মাসুদ পথিক প’রিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘ডালিম গাছ’ গানটিতে কন্ঠ দে’য়ার জন্য পুরস্কৃত হয়েছেন মমতাজ। গানটি লি’খেছেন মাসুদ পথিক, সুর করেছেন প্লাবন কোরেশী (তিনিও শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কৃত হয়েছেন)। স’ঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। মমতাজ প্রথম জা’তীয় চলচ্চিত্র পুরস্কার পান ‘নিশি পক্ষি’ গানটির জন্য। গানটি লেখা ছিলো মাসুদ পথিকের। সুর বেলাল খানের এবং স’ঙ্গীতায়োজন মুশফিক লিটুর। পরবর্তীতে ‘সত্ত্বা’ সিনেমায় ‘না জানি কোন অ’পরাধে’ গানটির জন্য পুরস্কৃত হন। গানটির সুর সঙ্গীত ক’রেছিলেন বাপ্পা মজুমদার।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *