পে’টের জ’ন্যই তো আ’মরা স’বাই ক’রি, অ’নেক প্র’যোজক মা’রা গে’ছেন, মা’ফ ক’রে দি’য়েছি

বাংলাদেশ / বিনোদন পেটের জন্যই
তো আমরা সবাই করি, অনেক প্রযোজক মা’রা গেছেন, মাফ করে দিয়েছি February 25, 2023 – by jannat – Leave a Comment এক সময়ে দেশের আলোচিত-সমালোচিত নায়িকা ছিলেন ময়ূরী। প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করলেও এখন আর পর্দায় দেখা যায় না তাকে। সিনেমা জগত ছেড়ে এখন সার্কাস নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। একসময়ের পর্দা কাঁপানো

এই অভিনেত্রী সার্কাসকেই নিজের বর্তমান পেশা হিসেবে বেছে নিয়েছেন। সেখানেই নিয়মিত দেখা মেলে তার। একটি সংবাদমাধ্যমকে ময়ূরী বলেন, চলতে গেলে সংসারে টাকা লাগবে। পেটের জন্যই তো আমরা সবাই পরিশ্রম করি। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে, তাই সার্কাসে অভিনয় করি। তিনি জানান, সার্কাস দল লায়ন অলিম্পিক গ্রেট রওশন এর মতো দলের সঙ্গে প্রোগ্রাম করেন তিনি। ইতোমধ্যেই বগুড়া, লালমনিরহাট, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে শো করেছেন তিনি। প্রতিটি শোতে চিত্রনায়ক রবিন খান তার সহশিল্পী থাকেন। এ সময় চলচ্চিত্রের প্রযোজকদের প্রতি অভিযোগ করে ময়ূরী বলেন, অনেক প্রযোজক আমাকে দিয়ে সিনেমা বানিয়ে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। কিন্তু আমার পারিশ্রমিকের পুরোটা পরিশোধ করেননি। লাখ লাখ টাকা প্রযোজকের কাছে পাওনা আছি। অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি তাদেরকে মাফ করে দিয়েছি। কিন্তু এর বিনিময়ে মিডিয়া থেকে শুধু বদনাম পেয়েছি। এদিকে সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দীর্ঘদিনের আড়াল ভেঙে সামনে এসেছিলেন ময়ূরী। এর ১৩ বছর আগে চলচ্চিত্রের কাজ করেছেন তিনি। তারপর থেকে সংসার জীবনে মনোযোগী হয়েছেন ময়ূরী।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *